সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪

নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪


নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সোহাগদল  ইউনিয়নের  পশ্চিম সোহাগদল (মাঝিবাড়ি) এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি  ঘটেছে। আরিয়ান উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে।
এলাকাবাসি সুত্রে জানাগেছে, সোমবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় আরিয়ান। স্বজনরা খোঁজাখোঁজির পর তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা  ডা. মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পুর্বে শিশুটির মৃত্যু হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৫৬ ● ৩৩৩ বার পঠিত