বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
কলাপাড়ায় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ![]()
গোফরান পলাশ, কলাপাড়া থেকে॥
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ‘কিছু প্রয়োজন কর্মসূচি’র আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ১হাজার ৮’শত ৯০ জন কৃষককে জন প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ূন কবিরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
বাংলাদেশ সময়: ২৩:২৪:১২ ● ৩৭৫ বার পঠিত
