
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
গোপালগঞ্জে পঞ্চপল্লী বড় ডোমরাশুর বিদ্যালয় পুনর্মিলনী অনুষ্ঠিত
হোম পেজ » » গোপালগঞ্জে পঞ্চপল্লী বড় ডোমরাশুর বিদ্যালয় পুনর্মিলনী অনুষ্ঠিতগোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জ সদর উপজেলার পঞ্চপল্লী বড় ডোমরাশুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় পর প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হওয়ায় সৃতিচারণ করতে দেখা যায় অনেক শিক্ষার্থীদের।
শুক্রবার (২৯ মার্চ) দিনব্যাপী পঞ্চপল্লী বড় ডোমরাশুর উচ্চ বিদ্যালয়ে মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের সারাদিন আড্ডা শেষে লটারি রাফেল ড্র এবং সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. অসিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হীরা।
বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীদের মাঝে সৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক পরিতোষ সরকার, অবনিকান্ত বিশ্বাস, মনিমোহন মন্ডল, সুশান্ত বিশ্বাস, ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী কাজল বিশ্বাস, ১৯৯৫ ব্যাচের উত্তম বিশ্বাস, ১৯৯৪ ব্যাচের ইন্জিনিয়ার প্রবীর হীরা, ১৯৯৭ ব্যাচের পবিত্র বৈদ্য, ২০০১ ব্যাচের কপিল বৈদ্য’সহ অনেক বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় সরকার অনাদি, সাবেক চেয়ারম্যান সুবোধ হীরা, সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মৃণাল কান্তি বিশ্বাস মিঠু’সহ এলাকার মুক্তিযোদ্ধা, জ্ঞানীগুনি ব্যাক্তিরা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এইচবি/এমআর
বাংলাদেশ সময়: ২১:৪২:১৮ ● ৩১৫ বার পঠিত