ছাতকে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪


ছাতকে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০ সেপ্টপম্বর) বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি ছাতক শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ছাতক শাখাস্থ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শাখার ম্যানাজার মোহাম্মদ হামায়েম মাসনুনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাখার ম্যানাজার (আপারেশন) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা উপ-সহকারী কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা মিল্লাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শাখার বিনিয়োগ ইনচার্জ মো. রফিকুল ইসলাম। বক্তব্য শেষে ১শ গ্রাহকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। ১১সেপ্টেম্বর আরও ২১০০ চারা বিতরণ করা হবে।  এছাড়াও প্রত্যেক সদস্যকে নিজ উদ্যোগে আরো দুইটি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাখার  আর ডি এস কর্মকর্তা মুসলিম উদ্দিন। এসময় ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৪:২৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ