গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বাড়ির জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে চাচা ও ভাতিজার পক্ষের মধ্যে দু’দফা হামলা ও সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ও মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বার্থী গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মুক্তিযোদ্ধাসহ ৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাট পচােেত জাঁকের ওপর দেওয়ার জন্য মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বার্থী গ্রামের যুবদল কর্মী হাবুল খলিফার বাড়ির ২টি কলাগাছ কেটে নেয় মুক্তিযোদ্ধা চাচা কলম খলিফা। কলাগাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাতিজা ও যুবদল কর্মী হাবুল খলিফার সঙ্গে মুক্তিযোদ্ধা চাচা কলম খলিফার বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে যুবদল কর্মী হাবুল খলিফার নেতৃত্বে ৫/৬ জনে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা চাচা কলম খলিফাকে পিটিয়ে আহত করে। এ সময় কলম খলিফার আত্মচিৎকারে তার স্বজনরা ছুটে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা ও সংঘর্ষে মুক্তিযোদ্ধা কলম ফলিফা, তার স্ত্রী মমতাজ বেগম, বড় পুত্র মোঃ মনির খলিফা, ছোট পুত্রবধু পাপিয়া বেগম, প্রতিপক্ষ হাবুলেরর মা শামসুন্নাহার বেগম, ভাগ্নে মিঠুন হাওলাদার আহত হয়। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মুক্তিযোদ্ধার জায়গায় বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষ হাবুল খলিফার নেতৃত্বে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধার মেয়ে ময়না বেগম ও নাতী কাসফি খলিফাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় মুক্তিযোদ্ধা কলম খলিফা(৮০), তার মেয়ে ময়না বেগম (৩৩), নাতি কাসফি খলিফা (১৩), প্রতিপক্ষ মিঠুন হাওলাদার (১৬)কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এএসআর/এমআর