আমতলীতে ১৪মন্ডপে দূর্গোৎসবের প্রস্তুতি

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ১৪মন্ডপে দূর্গোৎসবের প্রস্তুতি
রবিবার ● ১৫ অক্টোবর ২০২৩


আমতলীতে ১৪মন্ডপে দূর্গোৎসবের প্রস্তুতি

আমতলী (বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

দেবীর ঘোড়ায় আগমন ঘোড়াই গমন। এতে এ বছর অসুভ লক্ষণের ইঙ্গিত দিয়ে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। এ বছর আমতলী উপজেলায় ১৪টি পুজা মন্ডবে দুর্গা উৎসবের পুরোদমে প্রস্তুতির কাজ প্রায় শেষ। চলছে প্রতিমায় রং তুিলর আঁচর। শেষ মুহুর্তে প্রতিমা শিল্পীরা (গুণরাজ) ব্যস্ত সময় কাটাচ্ছেন।
জানাগেছে, এ বছর দেবীর ঘোড়ায় আগমন ঘোড়াই গমন। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। এতে এ বছরটি অসুভ লক্ষনের ইঙ্গিত রয়েছে বলে জানান পুরোহিতরা। ৫ দিন ব্যাপী দুর্গোৎসব পালনে উপজেলার ১৪ টি পুজা মন্ডপে প্রস্তুতির কাজ প্রায় শেষ। চলছে রং তুলির আঁচর। পুর্তিমা তৈরিতে গুণরাজরা ব্যস্ত সময় পার করছেন। শান্তিপুর্ণভাবে পুজা উদযাপনে পুলিশ প্রশাসন ব্যপক প্রস্তুতি নিয়েছে। এদিকে উপজেলার ১৪ টি পুজা মন্ডপে উপজেলা প্রশাসন আধা মেট্টিকটন করে ৭ মেট্টিকটন চাল বরাদ্দ দিয়েছে যা অতি নগন্য। এতে সনাতন ধর্মালম্বীদের মধ্যে চাপা ক্ষেভ বিরাজ করছে। গুণরাজ কৃষ্ণ বলেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন রং তুলির কাজ করছি।
আমতলী কেন্দ্রীয় মদন মোহন নাট মন্দিরের পুরোহিত শ্রী সঞ্জয় চক্রবর্তী বলেন, দেবী ঘোড়ায় (ঘোটক) আগমন এবং ঘোড়াই গমন করবে। এতে এ বছর অসুভ লক্ষণেই ইঙ্গিত বহন করছে।
আমতলী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস বলেন, উপজেলার ১৪ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা উদযাপনে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শান্তিপুর্ণভাবে পুজা উদযাপনে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃখলা বজায় রাখতে পুলিশ, আনসার ও র‌্যাব মোতায়েন থাকবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৩ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ