গৌরনদীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার ● ১০ জুন ২০২৩


গৌরনদীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

বরিশালের গৌরনদীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। হজ¦ এজেন্সী এম.এম.আর এভিয়েশন ও জসীম হজ্ব কাফেলার যৌথ উদ্যোগে শনিবার (১০ জুন) সকালে উপজেলার মাহিলাড়া এলাকায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জসীম হজ্ব কাফেলার নির্বাহী পরিচালক মোঃ জসীম বয়াতির সভাপতিত্বে অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন টরকী বন্দর জামে মসজিদের প্রধান খতিব আলহাজ্ব মাওলানা আবু বকর আজমী। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মজিবর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন,গৌরনদী বন্দর সাব-রেজিষ্ট্রি অফিসের ইমাম আলহাজ্ব মাওলানা আঃ হাকিম, গৌরনদী থানা মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জালাল আহম্মেদ প্রমূখ। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৬:২৯ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ