গলাচিপায় পূর্বশত্রুতায় কলাবাগান কেটে সাফ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় পূর্বশত্রুতায় কলাবাগান কেটে সাফ
সোমবার ● ১ মে ২০২৩


গলাচিপায় পূর্বশত্রুতায় কলাবাগান কেটে সাফ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় শত্রুতার বশবর্তী হয়ে গাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের ¯œান ঘাট নামক স্থানে। সোমবার (১ মে) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কেশব দাসের স্ত্রী মালতী রানী বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার লাগানো সবরি কলাগাছের কয়েকটি চারা কেটে ও উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা। তিনি আরো বলেন, মনোরঞ্জন বাগমারের ছেলে সঞ্জিব বাগমার ও তার স্ত্রী রিনা রানী আগে থেকেই আমাদের সাথে শত্রুতা করে আসছে। তারা কারণে অকারণে আমাদের সাথে ঝগড়া বিবাদ করে আসছে। তারা খুব ভোরে আমার গাছ উপড়ে ফেলেছে। এ বিষয়ে আমি ইউপি সদস্যের কাছে মৌখিকভাবে জানিয়েছি। এ বিষয়ে সঞ্জিব বাগমারের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রবি আকন বলেন, বিষয়টি আমি শুনে চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি দেখবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:০৩ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ