গলাচিপায় ৩দিনব্যাপী শ্রীশ্রীরাধা গোবিন্দ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ৩দিনব্যাপী শ্রীশ্রীরাধা গোবিন্দ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান
মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০২৩


গলাচিপায় ৩দিনব্যাপী শ্রীশ্রীরাধা গোবিন্দ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় শ্রীশ্রীরাধা গোবিন্দ মন্দিরে ৩দিনব্যাপী বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গলাচিপা পৌরশহরের প্রাণকেন্দ্রে ৮ নম্বর ওয়ার্ড মালী বাড়িতে এ অনুষ্ঠান হয়।
রবিবার (২ এপ্রিল)ছিল অনুষ্ঠানের প্রথম দিন। ওইদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে এ অনুষ্ঠান শেষ হবে বলে মন্দির কমিটি জানায়। অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। রবিবার সকাল ৮টায় মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ দিনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীশ্রী গীতা থেকে পাঠ, ভগবদ ও লীলামৃত থেকে আলোচনাসহ স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশন এবং রাতে মাগুরার নাট্য সংস্থা সুজতা মন্ডল পদাবলীর শিল্পীরা তাদের সংগীত পরিবেশন করেন। এ বিষয়ে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি দিলীপ মালী বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও পদাবলী কীর্ত্তনের আয়োজন করা হয়েছে। আজ এ অনুষ্ঠানের শেষ দিন। সাধারণ সম্পাদক নির্মল মালী বলেন, দূর দূরান্ত থেকে ভক্তদের আগমণে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এ বিষয়ে মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাত শ্রীশ্রী প্রাণকুমার গোস্বামী বলেন, প্রতিবছর এখানে পদাবলী কীর্ত্তন হয়। ঠাকুরের বাণী এবং লীলা পদাবলীর মাধ্যমে ভক্তদের বোঝানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গলচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ বণিক, পূজা উৎযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, পূজা উৎযাপন পরিষদ গলাচিপা পৌর শাখার সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, প্রচার সম্পাদক সঞ্জিব দাসসহ আরো অনেকে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:১৫ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ