পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বক্তব্য অসত্য: বিমান মন্ত্রণালয়

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বক্তব্য অসত্য: বিমান মন্ত্রণালয়
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

ঢাকা সাগরকন্যা অফিস॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি বহনের বিষয়ে তার দেওয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, ইলিয়াস কাঞ্চনের বক্তব্য সত্য নয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে থাকা পিস্তল ও গুলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ধরা না পড়া প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বিভিন্ন সংবাদমাধ্যমে বলছেন, ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যাই। এরইমধ্যে বিমানবন্দরের প্রবেশ গেটে ব্যাগটি তল্লাশি করা হয়। নভোএয়ারের বোর্ডিং কাউন্টারে এসে ব্যাগে থাকা পিস্তলের কথা মনে পড়ে। স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় আমি অবাক হই। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করি। তাৎক্ষণিক শাহজালাল কর্তৃপক্ষ আমার কাছে দুঃখপ্রকাশ করে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ-ও বলেন, প্রথম স্ক্যানার পার হওয়ার পরে মনে পড়ায় আমিই তাদের কাছে গিয়েছি। কেন স্ক্যানারে এ বিষয়টি ধরা পড়েনি তা নিয়ে আমি তাদের কাছে অভিযোগ করেছি। ইলিয়াস কাঞ্চনের দেওয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে মন্ত্রণালয় বলছে, প্রকৃত সত্য হচ্ছে, ঘটনার বিষয়ে ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদমাধ্যমে অন্যায়ভাবে একের পর এক অসত্য কথা বলছেন। প্রকৃতপক্ষে ওইদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যা ঘটেছে তা হলো, ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের এন্টি হাইজ্যাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় তা মেশিনে শনাক্ত হয়। বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্লেনে চট্টগ্রামে গমন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৪ ● ৬০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ