রাঙ্গাবালীতে রাখাইন শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে রাখাইন শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান
সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৩


রাঙ্গাবালীতে রাখাইন শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে রাখাইন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব তুলে দেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়ণে উপজেলার ১২জন রাখাইন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ২১ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালেক মূহিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৩:৫৬ ● ২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ