পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-র্খষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-র্খষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৩


পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-র্খষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ। শনিবার বেলা সাড়ে ১১ টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব  করেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস। সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য তারক চন্দ্র সাহা, মহিলা ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিভা রানী, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুবাস হাওলাদার প্রমুখ।

সম্প্রতি ঠাকুরগায়ের বালিয়াডাঙ্গী, পিরোজপুরের মঠবাড়িয়া, পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়িঘর, সমাবেশে হামলাসহ জমির ধান লুটপাটসহ সকল সাম্প্রদায়িক হামলা-হুমকীর বিচারের দাবী করে মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু মুসলমান সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। রক্ত দিয়ে, মা-বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি। এখন কেন এই নির্যাতন ও নিপীড়নের শিকার হব। বক্তারা  হামলার ইন্ধনদাতাদের দ্রুতি আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করার দাবী জানান।

মানববন্ধন শেষে পটুয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লঞ্চঘাট গিয়ে শেষ হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪০ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ