বামনায় বিএনপির পদযাত্রায় পুলিশি বাধা

প্রথম পাতা » বরগুনা » বামনায় বিএনপির পদযাত্রায় পুলিশি বাধা
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৩


বামনায় বিএনপির পদযাত্রায় পুলিশি বাধা

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলা বিএনপি’র আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১০ দফা দাবীতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পুলিশী বাঁধায় পন্ড হয়েছে। এসময় বিএনপির নেতা কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় দলটির নেতাকর্মীরা উপজেলা সদরের কার্যালয় থেকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা সদর ইউনিয়নের সোনাখালী বাজার থেকে পদযাত্রা শুরু করেন। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পুনরায় বাঁধার সৃষ্টি করেন। ব্যানার ছিনিয়ে নেন। এসময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করলে পদযাত্রাটি পন্ড হয়।উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ রানা বলেন, আমার বাসা পুলিশ অবরুদ্ধ করে রাখেন। পরে বের হয়ে বিএনপি কার্যালয়ে যাই। সেখানে আগত নেতাকর্মীদের পুলিশ ঘিরে রাখে। তবে আমরা সংঘাত এড়াতে সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সোনাখালী বাজার থেকে বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া বাজারে গিয়ে সমাবেশ করার জন্য রওনা হই। যখন পদযাটি শুরু করবো তখনই পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নেয়। নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইসা হায়দার, বিএনপি নেতা মিজানুর রহমান মজনু, মারুফ হোসেন, মশিউর রহমান হাসিব রায়হান নানাজির ধলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

এব্যাপারে জানতে বামনা থানার অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম বলেন, বামনায় বিএনপির কোন সমাবেশই হয়নি। পুলিশ টহলে ছিলো তাদের দেখে বিএনপির নেতারা যদি চলে যায় তাহলে পুলিশের কি করার আছে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৫ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ