কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিকের মৃত্যু!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিকের মৃত্যু!
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০২২


কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিকের মৃত্যু!

 

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট দ্বিতীয় তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত ঝো-জুপিং (৫২) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। কেন্দ্রের কর্মীরা তাকে রবিবার শেষ বিকালে (৫টায়) অচেতন অবস্থায় কলাপাড়া উপ‌জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, কী কারণে মারা গেছেন তিনি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেন নি। ত‌বে খোঁজ খবর নি‌চ্ছেন। এব‌্যাপা‌রে ওই তাপ‌বিদ‌্যুৎ কে‌ন্দ্রের কোন কর্মকর্তার বক্তব‌্য পাওয়া যায়‌নি। নির্মানাধীন ওই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত নির্বা‌হী প্রকৌশলী রেদওয়ানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, নির্মাণাধীন তাপবিদ্যুৎ (আরপিসিএল) কেন্দ্রের বয়লার থেকে নিচে পড়ে ওই চায়না নাগরিকের মৃত্যু হয়।
প্রসঙ্গত, কলাপাড়া উপ‌জেলার ধানখালী ইউ‌নিয়‌নে ১৩২০ পায়রা তাপ‌বিদ্যুৎ কে‌ন্দ্রের ক‌য়েক কি‌লো‌মিটার দূ‌রে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং নরিনকো পাওয়ার লিমিটেড (আরএনপিএল) না‌মে অপর এক‌টি ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলমান রয়েছে।


এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৪ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ