তজুমদ্দিনে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০২২


তজুমদ্দিনে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী  বিতরণ করেন তিনি।

এসময় এমপি শাওন বলেন, দুর্যোগে ভোলাবাসি সবসময় আতঙ্কে থাকে। টেকসই বেড়ীবাঁধ ও আশ্রয় কেন্দ্রের কারণে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে গেছে। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় যে কোনো দুর্যোগে মানুষ সবসময় সহযোগিতা পেয়ে আসছে। প্রধানমন্ত্রীর জন্যই ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্তরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, সোনাপুর চেয়ারম্যান মেহেদি হাসান মিশু, মলংচড়া চেয়ারম্যান নুরুন্নবী শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:২১ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ