গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
বুধবার ● ১৯ অক্টোবর ২০২২


গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ( ওসি)  শোনিত কুমার গাইন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, মোঃ কামাল হোসেন, মু. রফিকুল ইসলাম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গলাচিপা উপজেলা শাখার সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরত জাহান আনা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এসময় প্রধান অতিথি বিভিন্ন স্কুলের ভবন নির্মাণ ও বিভিন্ন অবকাঠামো নিয়ে কথা বলেন বর্তমান শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব, প্রতিটি শিক্ষা কর্মসূচীকে অগ্রাধিকার দিয়ে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিচ্ছেন বলে বক্তব্য দেন। পরে প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক প্রধান অতিথি এস এম শাহজাদা (এমপি) মহোদয়কে সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মু শাহিন, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিলা নুসরত জাহান আনা কে সংবর্ধনা দেয়া হয়।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:২৭ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ