গলাচিপায় পাল্টে গেছে গোলখালী ইউনিয়নের দৃশ্যপট

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় পাল্টে গেছে গোলখালী ইউনিয়নের দৃশ্যপট
শনিবার ● ১৮ জুন ২০২২


গলাচিপায় পাল্টে গেছে গোলখালী ইউনিয়নের দৃশ্যপট

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন করোনাকালীন ধকল সামলে এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। বর্তমান সরকারের উন্নয়ন ও চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদারের স্বচ্ছতায় সম্পূর্ণ বদলে গেছে গোলখালী ইউনিয়নের দৃশ্যপট।
শুক্রবার (১৭ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া, ছোট গাবুয়া, কালির চর, চর সুহরী, জুলেখার বাজার, বউ বাজার, পূর্ব গোলখালী, নলুয়াবাগী, চর হরিদেবপুর, সুহরী ১ম ও ২য় খন্ড এলাকায় উন্নয়নের চিত্র। উন্নয়নের বিষয়ে ইউনিয়নের জাকির হাওলাদার, জোসনা রানী, কেশব দাস, জয়দেব সাধুসহ অনেকে বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই ইউনিয়ন অবহেলিত ছিল। বিগত ৭/৮ বছরে নাসিরউদ্দিন চেয়ারম্যান হওয়ার পর রাস্তাঘাটে অনেক উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় বিপদে-আপদে ডাকলে সবসময় তাকে কাছে পাওয়া যায়। তারা আরো বলেন, আগে আমাদের এখানে আগে কেউ তেমন কোন ভাতা পেত না। এখন বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাচ্ছি আমরা ইউনিয়নবাসী। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মো. খালেক মিয়া, সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর আলম জিকু তারা সকলে বলেন, মো. নাসির উদ্দিন হাওলাদার নির্বাচিত হওয়ার পর থেকেই জনসাধারণের পাশে ছিলেন। জনসাধারণ এখন ইউনিয়নে এসে তাদের সমস্যার দ্রুত সমাধান পেয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণে গোলখালী ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে উপজেলায় স্থান করে নিয়েছে।
এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক গ্রামকে শহরে পরিণত করার জন্য সরকারী সম্পদের শতভাগ সুষম বণ্টন, পরিকল্পিত রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সড়কে বাতি স্থাপন, পতিত জমিতে একযোগে কয়েক লাখ বৃক্ষরোপণ, স্যানিটেশন ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান, পরিচ্ছন্ন হাট-বাজার, শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগতি, অপরাধ প্রবণতা কমিয়ে আনা, শতভাগ বিদ্যুতায়নসহ স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, জনগণ আমাকে ভালোবাসে। তারা আমাকে পর পর দু’বার নির্বাচিত করেছে। তাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা ঘাট, ব্রীজ কালভাটসহ অভুত উন্নয়ন সাধন করেছি। গৃহহীন পরিবারের বসবাসের জন্য আশ্রয় প্রকল্প নির্মাণ, স্বাস্থ্য সেবার জন্য কমিনিউটি সেন্টার, কৃষকদের মাঝে সার, বিজ, কিটনাশক, শ্যালো মেশিন বিতরণ। এছাড়াও বয়স্ক, মাতৃকালীন, প্রতিবন্ধী, বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। ইউনিয়নের গ্রাম আদালতে বিভিন্ন মামলার আবেদন করা হয়। যার মধ্যে অনেক মামলা নিষ্পত্তি করা হয়েছে। বাল্য বিবাহ, মাদকমুক্ত করা হয়েছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫১ ● ২৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ