গলাচিপায় তরমুজ পরিবহন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় তরমুজ পরিবহন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০
শনিবার ● ২৬ মার্চ ২০২২


গলাচিপায় তরমুজ পরিবহন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ফেরীঘাট এলাকায় ট্রাকে তরমুজ পরিবহনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দু-পক্ষেরই অফিস ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯ টার এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও ট্রান্সপোর্ট মালিকসহ আহত হয়েছে অন্তত: ১০ জন। আহরা হলেন, শাপলা ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির রুবেল খলিফা, আ. রব দফাদার, ট্রাক ড্রাইভার নয়ন হাওলাদার ও জাকির হোসেন। অপর দিকে বিসমিল্লাহ্ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক ও ট্রাক ড্রাইভার বেল্লাল, জসিম, নিশাত হাওলাদার ও নাসিরসহ ১০ জন। এদের মধ্যে রুবেল খলিফা ও নিসাত হাওলাদারকে গুরুতর আহতাবস্থায় গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। উভয় গ্রুপ তাদের টাকা ছিনতাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
গলাচিপা থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, দু-পক্ষেরই অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৫:৪০ ● ৪৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ