নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২


নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধা (যুদ্ধ কালীন গ্রুপ কমান্ডার) অধ্যক্ষ এবিএম রেজাউল করিম (৭৫) কে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর-পূর্ব বানিয়ারী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যদা প্রদান ও নামাজে জানাযা শেষে স্থানীয় পূর্ব বানিয়ারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল শাদীদ, থানার অফিসার ইন চার্জ মো. মাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল প্রমুখ। তার এক মাত্র পুত্র র‌্যাবের কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিহাব করিম জানান, তার পিতা গত বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বসে হৃদক্রিয়া যন্ত্রের কাজ বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমসহ স্থানীয় আ’লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মুক্তিযুদ্ধ কালীন সময়ে বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার, উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, মাটিভাঙ্গা ইউনিয়নের দুইবারে ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক সদস্য ছিলেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:২৫ ● ৪২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ