গৌরনদীতে পাহারাদারকে বেঁধে ৯দোকান চুরি!

প্রথম পাতা » পটুয়াখালী » গৌরনদীতে পাহারাদারকে বেঁধে ৯দোকান চুরি!
বুধবার ● ৫ জানুয়ারী ২০২২


গৌরনদীতে পাহারাদারকে বেঁধে ৯দোকান চুরি!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 বরিশালের গৌরনদীতে নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতি স্ট্যাইলে ৯টি দোকান ও গোডাউনে চুরি করেছে সংঘবদ্ধ একদল চোর। উপজেলার টরকী বন্দরের কাছে  ঢাকা-বরিশাল মহাসড়ক ঘেষা নীলখোলা মার্কেটে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ চুিরর ঘটনা ঘটে। চোরেরা নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যাবান মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে একটি বড় ট্রাক নিয়ে আসে সংঘবদ্ধ একদল চোর। এসময় ডাকাতির স্ট্যাইলে চোররা মার্কেটের পাহারাদার আহম্মদ বেপারীর (৬০) হাত-পা বেঁধে দুইটি টাইলসের দোকান, ব্যাটারীর দোকান ও চিপসসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি গোডাউনের তালা কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা, ২০টি ব্যাটারী, দামি অনেক টেপকল, ১টি সিপিও,  সিসি ক্যামেরার ১টি সেটসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে ট্রাক যোগে নিয়ে যায়। খবরপেয়ে গতকাল বুধবার সকালে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইদিন রাতে উপজেলার টরকী হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার মাদ্রাসা অফিসের তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরেরা।
এ ব্যাপারে গৌরনদী থানার তদন্ত (ইন্সপেক্টর) মোঃ হেলালউদ্দিন জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩২:৩২ ● ১৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ