চরফ্যাশনে নারী ক্ষমতায়নে উঠান বৈঠক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে নারী ক্ষমতায়নে উঠান বৈঠক
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১


চরফ্যাশনে নারী ক্ষমতায়নে উঠান বৈঠক

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই শ্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত  তথ্য আপা দপ্তরের বাস্তবায়নে ভোলার চরফ্যাশন পৌরসভা ৯নং ওয়ার্ড মাষ্টারপাড়ায় জিয়া উদ্দিন সরমান বাড়ীর উঠানে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা  তথ্য আপা মিলি আক্তার এর সনঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মামুন হোসেন, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারন সম্পাদক আমির হোসেন, এছাড়া  তথ্য  আপা দপ্তরের কর্মি, সাংবাদিক নারী প্রতিনিধিসহ স্থানীয়  ১০০জন নারী।
এসময় আলোচকরা বলেন, নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপার সেবা সমূহ সম্পর্কে  বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা, চাকরির আবেদন পত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ,   আইনী সহায়তা, নারীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, তাপমাত্রা, ওজন মাপাসহ বিভিন্ন ধরনের সেবা সমূহ বিনামুল্যে তথ্য কেন্দ্র বাউঠান বৈঠকের মাধ্যমে প্রদান বিষয়ে আলোচনা করা হয়।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:১৭ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ