জাটকা অযুহাত- চরফ্যাশনে ব্যবসায়ির কোরাল মাছ সাবাড়!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » জাটকা অযুহাত- চরফ্যাশনে ব্যবসায়ির কোরাল মাছ সাবাড়!
মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১


চরফ্যাশনে ব্যবসায়ির কোরাল মাছ সাবাড়!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের সামরাজঘাট থেকে মাছ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে পরিবহনকারী গাড়িসহ মাছ আটক করে ৭৬(ছিয়াত্তর)হাজার টাকার মাছ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চরফ্যাশন থানায় কর্মরত ৩(তিন)পুলিশ সদস্যর বিরুদ্ধে। এবিষয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভুক্তভোগী মাছ বেপারি ঊপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১১ দপ্তরে অনুলিপি প্রেরণ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সামরাজমৎস্য ঘাট থেকে মোট ৮৪(চুরাশি) হাজার টাকার মাছ কিনে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে পৌরসভা ৬নং ওয়ার্ডে পেট্রোল পাম্পের সামনে জাটকা ইলিশ আছে অযুহাতে পরিবহনকারী গাড়িসহ মাছ আটক করে থানার অঘোষিত ক্যাশিয়ারখ্যাত কনেষ্টবল হাসানুজ্জামান রাহাত( বিপি নং
৯২১২১৪৫৮১৭), এস. আই সাহিন (বিপি নং ৮৩০২০২১১৮৪) সহঅজ্ঞাত আরো এক পুলিশ সদস্য। গাড়িতে ৭ হাজার টাকার জাটকা ইলিশ মাছ, পনের হাজার টাকার ১৯কেজি ওজনের ৩টি কোরাল মাছ, ৬২হাজার টাকার বড় ইলিশ মাছ ছিল। কিন্তু জাটকা মাছ থাকার অপরাধে বেপারি আব্দুল আজিজকে আটক করে থানায়
নিয়ে আসে এবং ড্রাইভার মনির হোসেনকে কনষ্টেবল হাসানুজ্জামান রাহাত গাড়িসহ আটক করে উপজেলা পরিষদের পেছনে নিয়ে জাটকা মাছ গুলো বিলি করে দেয় এতিমসহ জনগনের মাঝে। ১৫ হাজার টাকার কোরাল মাছ তিনটি পুলিশ
সদস্যরা ভাগভাটোয়ারা করে নিয়ে যায়। ৬২হাজার টাকার বড় ইলিশ মাছের ডোভসহ লোকচক্ষুর অন্তরালে গিয়ে অজানা গন্তব্যে রিক্সায় উঠিয়ে দেয় কনেষ্টেবল হাসানুজ্জামান রাহাত। এরপর মাছের খালি গাড়ি এরং ড্রাইভার মনির হোসেনকে চরফ্যাশন থানায় নিয়ে আসে। দিবাগত রাত ৮টায় ড্রাইভার এবং বেপারিকে ৬ হাজার টাকা জরিমানা করে মুক্ত করে দেওয়া হয়। তবে ৭৬ হাজার টাকার মাছ আত্মসাৎ করেন পুলিশ সদস্যরা। এতে ব্যবসার মুলধন হারিয়ে দিশেহারা বেপারি আব্দুল আজিজ।
অভিযোগের বিষয়ে কনেষ্টেবল হাসানুজ্জামান রাহাত এর সাথে কথা বললে তিনি মাছ আত্মসাতের বিষয় অস্বীকার করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ  মনির হোসেন মিয়া বলেন, থানায় খালিগাড়ি নিয়ে আসা হয়েছে তবে কোনো মাছ ঢুকেনি। তাই বিষয়টি আমি জানিনা।
এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) আবু আব্দুল্লাহ বলেন, এরকম একটি ঘটনার কথা আমি শুনেছি কিন্তু মাছআত্মসাতের বিষয়ে কিছুই জানিনা।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৪:৫১ ● ৬৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ