পিরোজপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন
শুক্রবার ● ১০ ডিসেম্বর ২০২১


পিরোজপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

“ বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধীকারের সুরক্ষা দাও”- এই শ্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব  মানবাধীকার দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও বেসরকারি সংস্থা।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের টাউন ক্লাব সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল,   সুশীলন, অপরাজিতা, রুপান্তর এবং এডাব,পিরোজপুর জেলা শাখা সম্মিলিত ভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্কব্য রাখেন মহিলা পরিষদ সভাপতি মাতোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সভাপতি মো: রফিকুুল ইসলাম পান্না, গন উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, বীর মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, গৌরাঙ্গ দাস, সীমা বিশ্বাস।
মানববন্ধনে বক্তারা মানবাধীকার সুরক্ষায় নারী পুরুষের বৈষম্য ঘুচিয়ে তাদের মধ্যে সাম্য বাড়ানোর তাগিদ দিয়েছেন। পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৬ ● ৪২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ