দশমিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১


দশমিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দশমিনা  (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভুট্র, খেসারি, চিনাবাদাম, শীতকালীন মুগডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২হাজার ৯শ’ ৯০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয়  সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু (এমপি)।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাঈদ হাসান ও স্থানীয় গর্নমান্য ব্যক্তিবর্গসহ প্রান্তিক কৃষকগন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহম্মেদ বলেন, কৃষি প্রণোদনার আওতায় কৃষককের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৭ ● ৬৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ