কুয়াকাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বৃহস্পতিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৯


কুয়াকাটা পৌর আওয়ামী লীগের র‌্যালী

কুয়াকাটা সাগরকন্যা অফিস ॥
যথাযথ মর্যাদায় পর্যটন নগরী কুয়াকাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় কুয়াকাটা পৌর মেয়রের নেতৃত্বে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ একটি র‌্যালী বের করেন। এছাড়া কুয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পৃথক পৃথক র‌্যালী বের করেন। র‌্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌর আওয়ামী লীগের অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আঃ খালেক খাঁন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জী, লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদ তপু, পৌর প্যানেল মেয়র মোঃ পান্না হাওলাদার, মোঃ শাহ আলম হাওলাদার, পৌর শ্রমীকলীগের সভাপতি আব্বাস কাজী, পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ, কুয়াকাটা প্রেসকাব, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ, লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৌর যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অপরদিকে মহিপুর থানা যুবলীগ, মহিপুর থানা পুলিশ, মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকালে র‌্যালী ও আলোচনা সভা করেন।

কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩১ ● ৫৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ