ময়মনসিংহের শ্যালো ইঞ্জিনের মটর বিস্ফোরণে কৃষক নিহত

প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহের শ্যালো ইঞ্জিনের মটর বিস্ফোরণে কৃষক নিহত
বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি
ময়মনসিংহ সাগরকন্যা প্রতিনিধি ॥
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিতে সেচ দেওয়ার সময় ডিজেল চালিত শ্যালো ইঞ্জিনের মটর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যায়। সে উপজেলার চরআলগী ইউনিয়নের বোরাখালিচরের ক্বারী মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বোরাখালিচর গ্রামে কৃষক জাঙ্গাগীর আলম কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য শ্যালো ইঞ্জিন ষ্ট্যার্ট দেওয়ার সময় ইঞ্জিনের মটরটি বিস্ফোরিত হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। তার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাত ৮টার জাঙ্গাগীর মারা যায়। কৃষক জাহাঙ্গীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:০১:৪২ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ