কলাপাড়ায় বড়শি দিয়ে মাছ ধরা উৎসব

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় বড়শি দিয়ে মাছ ধরা উৎসব
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১


কলাপাড়ায় বড়শি দিয়ে মাছ ধরা উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় চলছে বড়শি দিয়ে মাছ ধরা উৎসব। দুইদিন ব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন জেলার ৫শতাধিক সৌখিন মৎস্য শিকারী অংশগ্রহন করেছে। এ নিয়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মাষ্টার বাড়ি খাল পাড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ।
উৎসবের আয়োজক পায়রা মৎস্য চাষ ও মৎস্য শিকারী সমবায় সমিতি জানায়, মিস্টি পানির মাস্টার বাড়ি খালে ২০ কেজি ওজনের রুই কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। সেীখিন শিকারীরা প্রতিটি সিট ৬ হাজার টাকায় ক্রয় করে মাছ শিকার শুরু করেন। ইতোমধ্যে অনেকের বড়শিতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের রুই-কাতলা।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:২৭ ● ৩০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ