গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
সোমবার ● ৩০ আগস্ট ২০২১


গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করিচ্ এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর তৃতীয় দিনে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি ধলা মাঝি ও প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের মৎস্য চাষিরা, সুশীল সমাজ, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পরে ১২ জন ঝুঁকিপূর্ণ সুফলভোগিদের মাঝে এক কালীন আর্থিক অনুদান চেক বিতরণ করা হয়েছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:১০ ● ২২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ