দুমকিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
শনিবার ● ২৮ আগস্ট ২০২১


দুমকিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১’ পালিত হচ্ছে। ২৮ আগস্ট’ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর সূচনা দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন মিয়া’ তার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো: সহিদুল ইসলাম, ইনকিলাম প্রতিনিধি মো. আরিফ হোসেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শঙ্কর মিত্র, সাংবাদিক জাহিদুল ইসলাম, আবুল হোসেন, নাইম হোসেন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মাইকিং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সম্পদের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষীদের সাথে মতবিনিময় পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:৫২ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ