কলাপাড়ায় গ্রাম পুলিশদের মাঝে পোষাক-বাইসাইকেল বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় গ্রাম পুলিশদের মাঝে পোষাক-বাইসাইকেল বিতরণ
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১


গ্রাম পুলিশদের মাঝে পোষাক-সাইকেল বিতরণের পর ছবিটি তোলা হয়েছে।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে ২০২১ সলের পোষাক, প্রয়োজনীয় উপকরণ ও সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ১২টি ইউনিয়নে শতাধিক গ্রাম পুলিশদের এসব সামগ্রী তুলে দেয়া হয়। উপজেলা পরিষদ থেকে এসব সামগ্রী বিতরণকালে নীল রংয়ের পেষাক পরিহিত গ্রাম পুলিশদের সামাজিক দূরত্ব
মেনে জমায়েতের ফলে উপজেলা পরিষদ চত্বর মিলন মেলায় পরিনত হয়। প্রতিজন গ্রাম পুলিশকে নীল রংয়ের একটি ফুলহাতা ও একটি হাফ হাতা শার্ট, খাকী রংয়ের ফুল প্যান্ট দুটি, ১টি বেল্ট, খাকী রংয়ের কেডস এক জোড়া, কালো
জুতা এক জোড়া, মোজা ২ জোড়া, লায়নার বাঁশি ১টি, বেতের লাঠি ১টি এবং ১টি করে বাইসাইকেল প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গ্রাম পুলিশ (মহল্লাদার) রুবেল মিয়াসহ বেশ কয়েকজন সাগরকন্যাকে বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহনের পর অবহেলিত গ্রাম পুলিশদের সুবিধাসহ মানোন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন। বেতন-ভাতা, সুয়োগ-সুবিধা বৃদ্ধি করেছেন। এলাকার মানুষের মাঝে
গ্রাম পুলিশদের মর্যাদা বেড়েছে।

জেআর/এনবি

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৪ ● ২২৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ