“উপকূল হবে সবুজ দেয়াল”-মহিপুরে যুবলীগের বৃক্ষ রোপণ অভিযান

প্রথম পাতা » কুয়াকাটা » “উপকূল হবে সবুজ দেয়াল”-মহিপুরে যুবলীগের বৃক্ষ রোপণ অভিযান
শুক্রবার ● ২৫ জুন ২০২১


মহিপুরে যুবলীগের বৃক্ষ রোপণ অভিযান

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

“উপকূল হবে সবুজ দেয়াল” এমন শ্লেগানকে সামনে রেখে বৃক্ষ রোপনে নেমে পড়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৫ জুন) দুপুরে কুয়াকাটাসহ চারটি ইউনিয়নে এক যোগে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তারা।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে মহিপুর থানা যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে। কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্’র সামনেসহ বিভিন্ন স্থানে প্রায় এক’শ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এছাড়া মহিপুর, লতাচাপলী, ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা আরো চার শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছে।
এ কর্মসূচীতে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগ আহবায়ক ইসাহাক শেখ, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ আহবায়ক ফেরদৌস হাওলাদার, ধুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জিল্লুর রহমান কিশোর, লতাচাপলী ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো.রিয়াজ মোরশেদ ও ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.শহিদুল ইসলামসহ যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পর্যটন হলিডে হোমস্’র ব্যাবস্থাপক সুবাস চন্দ্র নন্দী ও  কুয়াকাটা নৌ-পুলিশ ফারির উপ-পরিদর্শক এ এস আই মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কর্মসূচী পালন করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:৪২ ● ২৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ