আমতলীতে ইভিএম ভোটিং প্রশিক্ষণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ইভিএম ভোটিং প্রশিক্ষণ
শনিবার ● ১৯ জুন ২০২১


আমতলীতে ইভিএম ভোটিং প্রশিক্ষণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ১৭ হাজার ২২৪ ভোটার পেল ইভিএম ভোটিং প্রশিক্ষণ। শনিবার (১৯ জুন) ইউনিয়নের ৯ টি কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে এ ভোটিং প্রশিক্ষণ দেয়া হয়।
জানাগেছে, বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন। এর মধ্যে শুধু চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটদানে ভোটারদের মাঝে আনন্দ বিরাজ করছে। শনিবার উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে চাওড়া ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ২২৪ জন ভোটারকে  ইভিএম পদ্ধতিতে ভোটদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
চাওড়া কাউনিয়া গ্রামের নারী ভোটার সোনাবরু বেগম বলেন, মোরে স্যারোরা ভোট দেওয়া শিহাইছে। মুই কাইলগো ভোট দিমু। একই গ্রামের ৭৫ বয়সি বৃদ্ধ রফেজ গাজী বলেন, শ্যাষ বয়সে আইয়্যা মেশিনে ভোট দিমু। মোরে শিহাইয়্যা দেছে। অ্যাকছের  মজা লাগছে। আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, চাওড়া ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোটদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:৫১ ● ৬৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ