লেবার পার্টিতে ভাঙন, ৭ এমপির দলত্যাগ

প্রথম পাতা » বিশ্ব » লেবার পার্টিতে ভাঙন, ৭ এমপির দলত্যাগ
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯


দলত্যাগ ৭ এমপি
সাগরকন্যা ডেস্ক ॥
লেবার পার্টির নেতা জেরেমি করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে দল ত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সাত সদস্য। এই সাত এমপি হলেন-চুকা উমুনা, লুইসিয়ানা বার্জার, ক্রিস লেসলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গ্যাভিন শুকার এবং আন কফি। স্বতন্ত্র এমপিদের নতুন একটি দল হিসেবে তারা পার্লামেন্টে বসবেন বলে জানিয়েছেন।

বিবিসি লিখেছে, ব্রেক্সিট প্রশ্নে করবিনের সঙ্গে একমত নন পদত্যাগী সাত লেবার এমপি। পাশাপাশি দলের বর্তমান নেতৃত্বের প্রতি ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছেন তারা। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লুইসিয়ানা বার্জার বলেন, লেবার পার্টি সাংগঠনিকভাবে ‘ইহুদী বিদ্বেষী’ দলে পরিণত হয়েছে এবং এ দলে থাকতে তিনি ‘লজ্জা পাচ্ছেন’। আর করবিনের দিকে ইঙ্গিত করে ক্রিস লেসলি বলেছেন, “অতি বামরা লেবার পার্টিকে ছিনতাই করে ফেলেছে।” তাদের পদত্যাগের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে লেবার নেতা করবিন তাৎণিক প্রতিক্রিয়ায় বলেছেন, “দলের যে নীতি ২০১৭ সালের নির্বাচনে লাখো মানুষের মধ্যে প্রেরণা জাগাল, সেই নীতির জন্য কাজ করে যেতে তারা ব্যর্থ হলেন।” বার্জার বলেছেন, পদত্যাগের এই সিদ্ধান্ত খুবই ‘কঠিন আর বেদনাদায়ক’ হলেও এই মুহূর্তে তা জরুরি হয়ে পড়েছিল। “আমরা দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করি, আমাদের সবার অতীতও একরকম নয়। ভিন্ন ভিন্ন প্রজন্মে আমাদের জন্ম হয়েছে। কিন্তু আমরা সবাই একই মূল্যবোধ ধারণ করি।” আজ থেকে আমরা স্বতন্ত্র এমপিদের একটি নতুন গ্রুপ হিসেবে পার্লামেন্টে বসব।” তবে চুকা উমুনা বলেছেন, তারা প্রথম পদপেটি নিয়েছেন। এখন অন্যান্য লেবার এমপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সদস্যদেরও উচিত তাদের সঙ্গে যোগ দিয়ে নতুন রাজনীতি শুরু করা। রাজনীতিতে পরিবর্তন দরকার বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের দল নতুন একটি বিকল্প চায়। ৭ এমপি আগামি কয়েকদিনের মধ্যেই বৈঠক করে দায়-দায়িত্ব সব ঠিক করে নেবে বলে জানান ক্রিস লেসলি।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২২ ● ৫২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ