আমতলী পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিয়ার মেয়র নির্বাচিত

প্রথম পাতা » বরগুনা » আমতলী পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিয়ার মেয়র নির্বাচিত
রবিবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৯


মতিয়ার রহমান
সাগরকন্যা আমতলী প্রতিনিধি ॥
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মোঃ মতিয়ার রহমান। রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তিন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। অপর দিকে মহিলা কাউন্সিলরসহ ১০ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আমতলী নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গত ২২ জানুয়ারী বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ৩১ জানুয়ারী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। এরা হলেন-আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মোঃ মতিয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোশাররফ হোসেন মাষ্টার, চাঁন মিয়া ও জিল্লুর রহমান রুবেল। রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন তিন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নরপত্র প্রত্যাহার করেছেন। তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় মোঃ মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাঃ নাজমুন নাহার ও কাউন্সিলর পদে নয় জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন-১ নং ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম, জাকির হোসেন, ৩ নং ওয়ার্ডে ডাঃ মোঃ শাহ আলম, আবু জাফর গাজী, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ রফেজ উদ্দিন, মোঃ ওসমান গনি, ৬ নং ওয়ার্ডে অশোক কুমার মজুমদার ও ৭ নং ওয়ার্ডে মোঃ হারুন অর রশিদ ফকির।

আমতলী নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সে হিসেবে মোঃ মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি আরো বলেন, মহিলা কাউন্সিলর প্রার্থীসহ ৯ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এমএইচএকে/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৫ ● ৫৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ