রাঙ্গাবালীতে গুচ্ছগ্রামের বাসিন্দাদের সবজি বীজ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে গুচ্ছগ্রামের বাসিন্দাদের সবজি বীজ বিতরণ
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২০


রাঙ্গাবালীতে গুচ্ছগ্রামের বাসিন্দাদের সবজি বীজ বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের অসহায়-দুস্থ এক হাজার বাসিন্দাদের মাঝে সবজি বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের অর্থায়ণে এবং কৃষি বিভাগের বাস্তবায়নে ৬টি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের এক হাজার পরিবারের প্রত্যেককে তিন প্যাকেট করে সবজি বীজ বিতরণ করা হবে।
সবজি বীজ বিতরণের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। তিনি বলেন, ‘আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে দুস্থ-অসহায় মানুষ বসবাস করে। করোনা পরিস্থিতিতে তাদের কথা বিবেচনায় রেখে বাগান করার জন্য সবজি বীজ দেওয়া হচ্ছে। এরফলে ভবিষ্যতে সবজি বাগান করায় তাদের উৎসাহ বাড়বে বলে মনে করি।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর ও উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল প্রমুখ।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৯ ● ২৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ