কলাপাড়ায় র‌্যাবের অভিযানে ১৬০ মোবাইল সিমসহ গ্রেফতার-৫

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় র‌্যাবের অভিযানে ১৬০ মোবাইল সিমসহ গ্রেফতার-৫
বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৯


কলাপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধভাবে রেজিষ্ট্রেশনকৃত সিম বিক্রয় চক্রের ৫  সদস্য গ্রেফতার
কলাপাড়া সাগরকন্যা অফিস ॥
কলাপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধভাবে মোবাইল সিম ক্রয়-বিক্রয় চক্রের পাঁচ সদস্য গ্রেফতার হয়েছে। এরা হচ্ছে মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর মাঝি, মো. মোস্তাফিজুর রহমান, মো.আল মামুন ও আল আমিন। এর মধ্যে প্রথম চারজনকে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকার বটতলা বাজার থেকে এবং আল-আমিনকে মহিপুর থেকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ১৬০টি সিম জব্দ করা হয়েছে।

র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অপরেশন টিম মঙ্গলবার রাতে এদের গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা বায়োমেট্রিক পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির মোবাইল সিম অপরিচিত সহজ-সরল মানুষের নামে রেজিস্ট্রেশনের পরে অন্য মানুষের কাছে চড়া দামে বিক্রি করে আসছিল। যা ব্যবহার করে চাঁদা দাবি, হুমকিসহ চুরি, ডাকাতি অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। সকলকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

এমইউএম/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৪ ● ১০৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ