প্রথমবারের মতো সংসদ অধিবেশনে মাশরাফি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রথমবারের মতো সংসদ অধিবেশনে মাশরাফি
মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯


সংসদ অধিবেশনে মাশরাফি

ঢাকা সাগরকন্যা অফিস ॥
চট্টগ্রামে বিপিএল খেলার সময়ই মাশরাফি বিন মুর্তজা বলছিলেন, নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে যেতে চান সংসদ অধিবেশনে। প্রথমবারের মতো সাংসদ হয়েছেন, সংসদ অধিবেশনের অভিজ্ঞতাটা নিউজিল্যান্ড সফরের আগেই একটু হয়ে যাক, এটাই চেয়েছেন। সেই অভিজ্ঞতা হয়ে গেল বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দিতে একটু দেরি হয়ে গেল মাশরাফির। তবে ক্রিকেটার মাশরাফিকেই এখনো দেশের বেশি প্রয়োজন বলে দলের প থেকে খেলাকেই বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। খেলার ফাঁকে সময় পেয়েছেন, তাই যোগ দিয়েছেন।

মঙ্গলবার বিপিএলের কোনো ম্যাচ না থাকায় সে সুযোগটা হয়ে গেল। রাজনৈতিক নেতা হিসেবে আত্মপ্রকাশ করলেও নির্বাচনের পর তাঁর রাজনৈতিক কার্যক্রম অবশ্য এখনো শুরু হয়নি। এমনকি সংসদ নির্বাচনের পর এখনো এলাকায় যাওয়ার সুযোগ পাননি। দুদিন আগে এক আড্ডায় নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মাশরাফি বলছিলেন, ‘বিপিএল শেষ করেই চলে যেতে হবে নিউজিল্যান্ডে। সেখানে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার পর যাব নড়াইলে। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বসব। ঠিক করব, আগামি দিনগুলোয় কীভাবে আমরা এগোব।’ সংসদ অধিবেশনের ফাঁকেই হয়তো তাঁর ভাবনায় চলে আসছে বিপিএল। কাল প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হেরে রংপুরের ফাইনালে ওঠা নিয়ে অনিশ্চয়তা। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকাকে হারাতে পারলে গত বিপিএলের মতো এবারও ফাইনাল খেলার সুযোগ হবে মাশরাফির রংপুরের।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৯:০৮:০৬ ● ৫০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ