কলাপাড়া উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়া উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২০


কলাপাড়া উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

সাগরপারের জনপদ কলাপাড়ায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ফের শীত পড়ছে। মানুষ এ কারণে বিপাকে পড়েছেন। শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কমে গেছে। রাস্তাঘাট দুপুরের পর থেকে ফাঁকা হয়ে গেছে। মানুষ প্রয়োজন ব্যতিরেকে বাইরে বের হচ্ছে না। শীতের দাপট কমে কয়দিন আগে গরমকালের আবহ তৈরি হলেও বুধবার ভোর থেকে ফের যেন শীত হানা দিয়েছে এ জনপদে। সাগরে মাছ শিকারে যাওয়া ট্রলারের জেলেরাও পড়েছে বিপাকে। তবে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শীতের হানায় জনজীবনে ভোগান্তি বাড়লেও কৃষকের উপকারে আসছে এমন বৃষ্টিতে। হঠাৎ বৃষ্টিসহ শীতের কারণে হাসপাতালে শিশুসহ বয়োবৃদ্ধ রোগীর ভিড় বাড়ার শঙ্কা করছেন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলদার।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:১১:২৩ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ