কলাপাড়ায় পরিবারের নিরাপত্তার দাবিতে মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় পরিবারের নিরাপত্তার দাবিতে মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
রবিবার ● ২০ অক্টোবর ২০১৯


কলাপাড়ায় পরিবারের নিরাপত্তার দাবিতে মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে মোবাইলে হুমকিসহ লাঞ্ছিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। আওয়ামী লীগ দলীয় প্রয়াত সাংসদ আনোয়ার-উল-ইসলামের মেয়ে সীমা রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এ ঘটনায় বর্তমান সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমানকে দায়ী করে এমন অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বিগত ১৭ অক্টোবর তিনি মোজাহারউদ্দিন বিশ^াস ডিগ্রি কলেজে এমপি সাহেবের সবংর্ধনা সভায় তার এবং ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খানের নির্ধারিত আসন ছেড়ে দিতে বাধ্য করা হয়। এর প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। সীমার অভিযোগ এমপির লালিত সন্ত্রাসী আশিক তালুকদার তাদেরকে মোবাইলে গালাগাল করে। এ ছাড়া ধানখালীতে এক সভায় সীমার পেছন থেকে চেয়ার টেনে সরিয়ে দেয়া হয়। প্রকাশ্যে মাইকে স্থান ত্যাগ করার হুমকি দেয়া হয়। এসব ঘটনায় শাহিনা পারভীন সীমা কলাপাড়া থানায় তার এবং পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। তিনি বর্তমানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠণকে অগঠনতান্ত্রিক বলে দাবি করেছেন। এবং এমপি সাহেব তার নিকটাত্মীয়দের কমিটিতে প্রবেশ করাচ্ছেন এমন অভিযোগ তুলেছেন। বাদ দেয়া হচ্ছে ত্যাগী নেতা-কর্মীদের। ভাইস চেয়ারম্যান সীমা তার নিরাপত্তাসহ এর প্রতিকার চাইতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আর এ ব্যাপারে আমার কিছু জানা নেই। আমাকে অযথা জড়ানো হয়েছে। তবে তিনি বলেন, আশিককে ফোন দিয়ে ভাইস চেয়ারম্যান উল্টো ধমক দিয়েছে বলে তাকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সীমার ভাই এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ইসলাম লিটনসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তারা বাসার সামনে দাড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:৪১ ● ৩২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ