মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫

গৌরনদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা: হাফেজদের মিলনমেলা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা: হাফেজদের মিলনমেলা
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


গৌরনদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা: হাফেজদের মিলনমেলা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে চার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক হাফেজ অংশ নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার সম্মুখে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ ইমারত হোসেন এবং সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলাম।

আলোচনা সভায় অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, মুহতামিম হাফেজ মো. ইনামুল হক, হাফেজ মাওলানা শওকত হোসেন, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন ও মাওলানা আবু মুসা প্রমুখ।

প্রতিযোগিতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০টি মাদ্রাসার হাফেজরা অংশ নেয়। ৫ ও ১০ পারার বিভাগে প্রথম স্থান অর্জনকারী ছয়জনকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়া ১৪ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মহিলা মডেল মাদ্রাসার শিক্ষার্থী মাহিমা আক্তার কুরআন হিফজ সম্পন্ন করায় তার পিতাকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতাকে ঘিরে কয়েকশত হাফেজ ও শিক্ষার্থীর অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৩৯ ● ১১৪ বার পঠিত