
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
নাজিরপুরে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালননাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নাজিরপুরে আ’লীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩জুন) সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভার আয়োজন করে।
এ সময় মাস্টার মো. মোতাহার হোসনে হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জাামান আতিয়ার, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমিন ও মো. নাইম হাওলাদার প্রমুখ। পরে জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায় শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘ হায়াতের কামনা করে দোয়া করা হয়।
এএএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২১:৪৩:২৩ ● ২৭৪ বার পঠিত