
তজুমদ্দিন(ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগ তজুমদ্দিন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিরাজ ও মো. শফিক। সোমবার (১৮ অক্টোবর) দুপুর ৩টায় মনেরা খাতুন নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
ভোলা জেলা মৎসজীবিলীগের সদস্য সচিব মোঃ হাসান আলী খাঁন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজ উল্লাহএর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মৎস্যজীবিলীগ ভোলা জেলা কমিটির সদস্য সচিব
হাসান আলী খাঁন তজুমদ্দিন উপজেলার মৎস্যজীবিলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সিরাজুল ইসলাম ও মো:শফিক নাম ঘোষণা করেন।।
আরএস/এমআর