মহিপুরে সড়কে ইজিবাইক খাদে পড়ে চালক নিহত

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে সড়কে ইজিবাইক খাদে পড়ে চালক নিহত
মঙ্গলবার ● ২৮ সেপ্টেম্বর ২০২১


---

মহিপুর সাগরকন্যা (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মহিপুরের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় যাত্রী বোঝাই ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নওমুসলিম মো. রিপন ওরফে নিতাই মিস্ত্রি (৩৯) নামে ওই ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহিপুর থানার এসআই মো. হালিম হাওলাদার জানান, কলাপাড়া থেকে সাতজন যাত্রী নিয়ে নওমুসলীম মো. রিপন কুয়াকাটায় আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় চালক রিপন ইজিবাইকের নিচে চাপা পড়ে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২৫ বছর আগে নিতাই মিস্ত্রি সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে মো. রিপন ওরফে আব্দুল্লাহ নামে  স্ত্রী, সন্তান নিয়ে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ২২:১৫:২৫ ● ৩৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ