লঘুচাপে সারা দেশে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

প্রথম পাতা » আবহাওয়া » লঘুচাপে সারা দেশে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
বুধবার ● ১৪ আগস্ট ২০১৯


লঘুচাপে সারা দেশে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ঢাকা সাগরকন্যা অফিস॥

লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির মধ্যে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। ফলে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের কারণে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:০৪ ● ৪৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ