নাটরে ভ্যান উল্টে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম পাতা » রাজশাহী » নাটরে ভ্যান উল্টে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯


নাটরে ভ্যান উল্টে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাটোর সাগরকন্যা প্রতিনিধি:

মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে স্কুলে বেরিয়ে আর ফেরা হলো না শিশু আবির হোসেন দিগন্তের। চার্জার ভ্যানযোগে স্কুলে যাওয়ার পথে ভ্যান উল্টে সড়কের পাশের খাদে পড়ে ভ্যানের নিচে চাপা পড়ে মারা যায় শিশু দিগন্ত (৫)।
মঙ্গলবার (৯ এপ্রিল) নাটোরের বাগাতিপাড়ার দোডাঙ্গী রেলগেট এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত দিগন্ত উপজেলার লোকমানপুরের পারুল একাডেমীর প্লে-গ্রুপের ছাত্র এবং স্বরাপপুর গ্রামের পলাশ সরদারের দ্বিতীয় ছেলে। দিগন্তের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা পলাশ জমিতে কাজে ব্যস্ত থাকায় দিগন্তের চাচাত ভাই রকি সকালে তাকে স্কুলের উদ্দেশ্যে চার্জার ভ্যানে তুলে দেয়। বরাবরে মত ক্লাশ পরীক্ষায় প্রথম হয়ে পুরস্কার পেতে মায়ের দোয়া নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে। বাড়ি থেকে কিছু দূরে লোকমানপুর বাজার-স্বরাপপুর সড়কের দোডাঙ্গী রেলগেট এলাকায় কালভার্টের কাছে পৌঁছলে ভ্যানচালক মাহাতাব উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ভ্যান উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর ভ্যান গিয়ে পড়ে শিশু দিগন্তের শরীরের ওপর। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মোডকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা য়ায়। এ দূর্ঘটনায় চালক মাহাতাব উদ্দিন আহত হন।

এলএবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৪ ● ৫৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ