পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
বুধবার ● ২০ মার্চ ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পায়রা সমুদ্র বন্দরে ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতানুয়ায়ী ২৭টি ট্রেডে প্রশিক্ষনের অংশ হিসাবে তৃতীয় পর্যায়ে বয়লার, টার্কি, ককরেল ও মৎস্য চাষ বিষয়ের এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। বন্দরের পরিচালক (প্রশাসন) খন্দকার নুরুল হকের সভাপতিত্বে বুধবার বেলা এগারটায় এ প্রশিক্ষন কার্যক্রমের উদ্ভোধন করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডরপ’র পরিচালক (অর্থ) হায়দার আলী খান ও প্রশিক্ষন টিম লিডার জেবা আফরোজসহ প্রশিক্ষণ গ্রহনকারী ৩৫০ সদস্য এবং বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেভলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুলাল পুয়র (ডরপ) এর প্রশিক্ষণ টিম লিডার জেবা আফরোজ বলেন, পায়রা সমুদ্র বন্দরের জন্য ক্ষতিগ্রস্ত চার হাজার দুই’শ সদস্যকে যোগ্যতানুযায়ী ২৭টি ট্রেডে বিভিন্ন মেয়াদে পর্যঅয়ক্রমে প্রশিক্ষন প্রদান করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। এসব পরিবাকে পুর্নবাসনের পাশাপাশি এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জীবকায়নের পথ খুজে পাবে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৬ ● ৫৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ