ওসমানীনগরে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ওসমানীনগরে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২


ওসমানীনগরে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

ওসমানীনগর (সিলেট) সাগরকন্যা প্রতিনিধি॥

সিলেটের ওসমানীনগরের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলার প্রথম ও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের সাধারণ জনগনের কল্যানে স্বাস্থ্য খাতে সরকারের বিশেষ বিশেষ কার্যক্রমগুলো উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় পৌছে দেয়ার বিষয়ে বিষদ আলোচনায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন,বুরুঙ্গা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রর মেডিকেল অফিসার ডা.সাকিব আব্দুল্লাহ,সাদিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বিপ্লব সরকার,তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.জামিউল হাসান,স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম,আলা হোসেন,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. টোকন কুমার কর্মকার,সিলেট জেলা মোটরসাইকেল এসোসিয়েনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোজাহারুল ইসলাম বলেন,নবপ্রতিষ্টিত ওসমানীনগরের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা বিভাগকে মডেলে পরিণত করার পাশাপাশি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’মোকাবিলায় শতভাগ টিকা গ্রহন নিশ্চিতের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।২০২২ সালের জানুয়ারীর মাসের মধ্যে উপজেলার সকল শিক্ষার্থীসহ ১২ থেকে ১৮ বছরের বয়সী কিশোর-কিশোরীদের কোভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৪৮ ● ৬১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ