কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার  টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার  (৪জানুয়ারি ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।এ সময় উপস্থিত ছিলেন স্যানেটারি ইনস্পেক্টর ইলিয়াস হোসেন বিপ্লব এবং কাউখালী থানার পুলিশ সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  পিরোজপুরের  সহকারী পরিচালক দেবাশীষ রায়  জানান, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দক্ষিণ বাজারের রাবিন বেকারি চার হাজার  টাকা,মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে উত্তর বাজারের মাতৃ ভান্ডারকে দুই হাজার টাকা চিরাপাড়া শহিদুল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়  জরিমানা করা হয়।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৪ ● ৩৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ