গোপালগঞ্জের এমএম ম্যাথড কোচিং-বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলো ১৪৫শিক্ষার্থী

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জের এমএম ম্যাথড কোচিং-বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলো ১৪৫শিক্ষার্থী
শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১


গোপালগঞ্জের এমএম ম্যাথড কোচিংর ১৪৫শিক্ষার্থী

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

এম এম ম্যাথড  কোচিং সেন্টার থেকে মেডিকেল,  বুয়েট,  ঢাবি, রাবি, খুবি, জবি, গুচ্ছ পদ্ধতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে  গোপালগঞ্জের ১৪৫ জন শিক্ষার্থী।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে এ সকল শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় এম এম ম্যাথড  কোচিং সেন্টারের শিক্ষকরা। এ সময় সকল শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষামুলক দিক নির্দেশনা দেন শিক্ষকরা।
এ সময় প্রধান অতিথি হিসাবে ছিলেন ২৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার সহযোগী অধ্যাপক পংকজ সিকদার। বিশেষ অতিথি ছিলেন ২৯ তম বিসিএস শিক্ষা ক্যাডার সহকারী অধ্যাপক আশিস কুমার বাগচি, ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পার্থ বিশ্বাস।
এমএম ম্যাথড কোচিং সেন্টারের পরিচালক মোঃ মঈন খান বলেন, আমরা শিক্ষার্থীদের যতœ সহকারে পড়াই।  প্রতিটি ওয়ার্ড শিক্ষার্থীদের বুঝিয়ে পড়াই। তাই প্রতি বছর শিক্ষার্থীরা ভাল ভাল বিশ্ববিদ্যালয়ে চান্স পায়।
তিনি আরও বলেন, এবার আমাদের কোচিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ জন, বুয়েটে ১জন, মেডিকেল ও ডেন্টাল এবং আর্মি মেডিকেলে ১৩জন। সম্মিলিত গুচ্ছ পরিক্ষায় মোট ১৪৫ জন শিক্ষার্থী চান্স পেয়েছে।  এ সাফল্য সকল শিক্ষার্থীদের।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:২৯ ● ৫৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ