ছাতকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলুকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলুকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১


ছাতকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলুকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বাবলুকে বহিষ্কার করা হয়েছে। ১৩ ডিসেম্বর সংগঠনের নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।  এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাতে হাবিবুর রহমান বাবলুসহ তার সঙ্গীরা মিলে ছাত্রলীগ নেতা মোস্তাকিন রায়হানের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। রায়হান গোবিন্দগঞ্জ এলাকায় তকিপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র। এ ঘটনায় আহতের পিতা বাদী হয়ে হাবিবুর রহমান বাবলুসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা(নং-০৬) দায়ের করেন। ৫ডিসেম্বর রাতে ছাতক থানা পুলিশ জাউয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির তকিপুর গ্রামের মদরিছ আলীর ছেলে মুনছুর আহমদ, একই গ্রামের এশরাদ মিয়ার ছেলে মাহবুব আহমদ ও ছৈলা-আফজলাবাদ ইউপির বানারশিপুর গ্রামের মমশ্বির আলীর ছেলে শাহান উদ্দিন। ৬ডিসেম্বর সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে সোমবার রাতে ছাত্রলীগ নেতা আল-আমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট স্থানীয় ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল করেছে বলে জানা যায়।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৫ ● ২১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ